মোঃ রাজিব জোয়ার্দ্দার, পাবনা:
রমজান মাসজুড়ে পাবনায় নিয়মিত চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত অভিযানে জরিমানা করা হলেও অনেক ব্যবসায়ী এখনও নিয়মনীতি মানছেন না। কিছু প্রতিষ্ঠান ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে অভিযান এড়িয়ে যাচ্ছে, ফলে নিষিদ্ধ পণ্য তৈরি ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে।
শনিবার (৮ মার্চ) পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, অনন্ত বাজার ও মোজাহিদ ক্লাব বাজারে টাস্কফোর্সের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২,৫৫,০০০ টাকা জরিমানা করা হয়।
হোসেন ফুড (দক্ষিণ রাঘবপুর বাজার) – ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩, ৪৪, ৪৫ ধারায় ২,০০,০০০ টাকা জরিমানা।
সাত্তার ভান্ডার (অনন্ত বাজার) – ৩৮ ধারায় ৪,০০০ টাকা জরিমানা।
মেসার্স আয়াত স্টোর – ৩৮ ধারায় ১,০০০ টাকা জরিমানা।
লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ – ৪৩ ও ৫২ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা।
অভিযান পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তা এডি মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় ভোক্তাদের অভিযোগ, কিছু ব্যবসায়ী নিষিদ্ধ ও নিম্নমানের পণ্য বিক্রি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাংবাদিকদের অনুসন্ধানে উঠে এসেছে, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অনুসন্ধানের সময় কিছু সরকারি কর্মকর্তা ও মাসোহারাপ্রাপ্ত সাংবাদিকরা ফোনকল দিয়ে তথ্য সংগ্রহে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ জনগণ মনে করছে, শুধু জরিমানা নয়, খাদ্যমান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরী ।
Leave a Reply