বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় গতকাল সকাল সাড়ে আটটার সময় নাহিদ হাসান(১৭) পিতা নুর মোহাম্মদ, গ্রাম খানপুর উধুনিয়া, উপজেলা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ বাসা থেকে বের হয়ে বড় বোন এসএসসি পরীক্ষার্থী সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছিল। বড় বোনকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দেয়।
বাসা থেকে বের হওয়ার পরে নাহিদ হাসানের বাবা মোটরসাইকেল ওয়ালার কাছে নিশ্চিত হয় যে নাহিদ এবং নাহিদের বোন দুইজনই ভাঙ্গুরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। বেলা 9:30 টার দিকে নাহিদের ফোনে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বেলা একটা পর্যন্ত নাহিদের কোনো খোঁজ না পাওয়ায় পরে মোটর বাইকে করে তার মেয়েকে বাড়িতে নিয়ে যায় এবং এলাকায় নাহিদের খোঁজা শুরু হয়। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে। অবশেষে খুজাখুঁজি করে না পেয়ে রাত্রি আটটার সময় একটি মিসিং ডায়েরি করা হয়।
আজ আজ বিকাল পাঁচটার সময় স্থানীয়রা তার লাশ দেখে থানায় অবহিত করে।
নাহিদের পরিবার কাছেও খবর পৌঁছে যায়।পরবর্তীতে পরিবারের লোক এসে গতকালকে নিখোঁজ নাহিদের লাশ সনাক্ত করে।
এ ব্যাপারে ভাঙ্গুরা থানা পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত থেকে লাশের এবং পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয় গতকালকে হারিয়ে যাওয়া সেই ছেলেটি।
পরিবারের পক্ষ থেকে জানা যায় সকাল সাড়ে আটটার সময় তারা দুই ভাই বোন ভাঙ্গুরার উদ্দেশ্যে রওনা দেয়।
কালকে থেকে তার কোন হদিস পাচ্ছিলাম না। আজকে তার মরদেহ পেলাম।
নাহিদের বাবা বলে আমার ছেলের কোন শত্রু নাই আমার ছেলেকে কে বা কাহারা নয়টা থেকে সাড়ে নটার মধ্যে গেটের কাছ থেকে উঠিয়ে নিয়ে এসে হত্যা করেছে।
রেল লাইনের উপরে নাহিদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ভাঙ্গা বেশ কয়েক টুকরা পাওয়া যায়। রেললাইনের পাশেই একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গতকাল কে একটি মিসিং ডায়েরি করে নিহতের বাবা । বিকেল পাঁচটা নাগাদ একটি ছোট ছেলের লাশ পাওয়া গেছে এরকম একটি খবর শুনে আমি তাৎক্ষণিক এসে লাশ পাই। পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হই গতকালকে হারিয়ে যাওয়া সেই ছেলেটি। লাশের মুখমন্ডলে এবং মাথায় আঘাত রয়েছে।
রেলের বেশ কিছুটা নিচে থাকায় রেল পুলিশের সাথে আমরা কথা বলছি বিষয়টি এখনো নিশ্চিত না এটা হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।
রেল পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply