টাইমস ডেক্স:পাবনার ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলি সহ দুই চোরকে আটক করা হয়েছে। শনিবার ( ১৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার খান মরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে স্থানীয় জনতা সন্দেহ ভাজন ভাবে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত সন্দেহভাজন দুই ব্যক্তি হলো আল আমিন (২৪) ও লিটন (২৫) নামের দুইজন। তারা দুজনে বগুড়া জেলার শেরপুর উপজেলার শিকড়ের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার বিকালের দিকে উপজেলার চন্ডিপুর বাজারে একটি ট্রলিসহ আল আমিন ও লিটন নামের দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে স্থানীয়রা। তাদের কথাবার্তায় অসংলগ্ন মনে হওয়ায় তাদেরকে আটকে রেখে ভাঙ্গুড়া থানায় খবর দেন। ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পারেন যে তারা বগুড়া থেকে ট্রলিটি চুরি করে নিয়ে এসেছেন। পরে পুলিশ তাদেরকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসেন এবং তাদের নিয়ে আসা ট্রলিটি স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রেখে দেন।
জানা গেছে, বগুড়া জেলার শেরপুর উপজেলার শিখর এলাকার অন্তর নামক এক ব্যক্তি তার ট্রলিটি রেখে গত শুক্রবার রাতে ঘুমাছিলেন । এই সুযোগে ওই দুই ব্যক্তি ট্রলি টিকে চুরি করে নিয়ে পালিয়ে যান। এর একপর্যায়ে তারা বগুড়া থেকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এসে সাধারণ জনতার হাতে আটক হয়। ট্রলির মালিক অন্তর আরও জানান, উল্লেখিত ওই দুই ব্যক্তি মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার এসআই আল আমিন জানান, সন্দেহ ভাজন হিসেবে স্থানীয় জনতা বগুড়া জেলা শেরপুর উপজেলার শিখর গ্রামের দুজনকে চন্ডিপুর বাজারে আটক করে। পরে তাদেরকে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসা হয়েছে। আর আটককৃত ট্রলিটি স্থানীয় জনপ্রতিনিধির নিকট রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply