সংবাদদাতাঃ গতকাল ২৪ অক্টোবর বিশ্ব পোলিও মুক্ত দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব রূপকথা পাবনার আয়োজনে ক্লাব প্রেসিডেন্ট রোটা: এ্যাড: শরিফা খাতুনের নেতৃত্বে পোলিও মুক্ত দিবস পালন করা হয়, এদিন সকাল দশটায় রোটারি ক্লাব অব রুপকথা কার্যালয় এর সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে শেষ হয় এর পর বিশ্ব পোলিও মক্ত দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান খায়রুজ্জামান আহমেদ অরুণ, পিপি রোটারিয়ান মো: তালেবুর রহমান,রোটারিয়ান মো: আবু দাউদ, পিপি রোটারিয়ান কে এম ফয়সাল মুর্শেদ প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব আজ পোলিও মুক্ত। রোটারী ইন্টারন্যাশনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পোলিও মুক্ত করতে কাজ করছে। উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় রুপকথা পাবনার রোটারিয়ান ও রোটারেক্টবৃন্দসহ স্কুলের ছাত্রী শোভাযাত্রায় অংশ নেয়।
Leave a Reply